খুলনার নিউ মার্কেটে ডাল-ভাত খেয়েছেন ফরহাদ মজহার!
রাজধানী থেকে অপহৃত কবি, সাংবাদিক ফরহাদ মজহারকে উদ্ধারে পুলিশ-র্যাবের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। রাত ৯টার পর খুলনা মহানগরীর শিববাড়ী মোড় এলাকায় অভিযান শেষ করে যৌথবাহিনী এখন নিউমার্কেটে অভিযান পরিচালনা করছে।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের পশ্চিম-উত্তর কোণায় অবস্থিত গ্রিল হাউজে (খাবার হোটেল) ফরহাদ মজহার ৭০ টাকার ডাল-ভাত খেয়েছেন বলে ওই হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে।
কেএমপির মুখপাত্র উপ-সহকারী কমিশনার মনিরা সুলতানা জানান, অন্যান্য স্থানের অভিযান শেষ করে এখন নিউ মার্কেটে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা থেকে ডিবি পুলিশের দুটি টিম এসেছে। তারাও কাজ শুরু করেছে। নিউ মার্কেটের সব গেট বন্ধ করে দোকানগুলো চেক করা হচ্ছে।
আলমগীর হান্নান/বিএ