বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানা মালিকের জারিমানা


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৯ মে ২০১৫

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী শাহাপুর, চকসিংগা, দিয়াড়পাড়া, উত্তর পাঁচপাড়া গ্রামে ভেজাল গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান চালানো হয়েছে। এতে আটটি কারখানার মালিককে ২ লাখ ১২ হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুই হাজার ৮১০ কেজি ভেজাল গুড়সহ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‍্যাব-৫ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন জানান, ভেজাল গুড় ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০ হাজার, ঝর্না বেগমকে ১০ হাজার, জুয়েল আলীকে ৫০ হাজার, ফিরোজ হোসেনকে ৫০ হাজার, সাহার আলীকে ১০ হাজার, মিঠুন আলীকে ১০ হাজার, মোস্তফা হোসেনকে ২০ হাজার, মামুন হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই হাজার ৮১০ কেজি ভেজাল গুড়সহ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। যার মূল্য ৫০ টাকা কেজি হিসেবে এক লাখ ৪১ হাজার টাকা। তাদের দুই মাস থেকে চার মাসের জেল অনাদায়ে দুই লাখ ১২ হাজার টাকা ২০ জরিমানা করা হয়। তারা জরিমানার টাকা পরিশোধ করায় দণ্ডাদেশ থেকে মুক্তি পেয়েছেন। অভিযানটি বাঘা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র‍্যাব-৫ এর সদস্যরা পরিচালনা করেন।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।