নৌকায় ঘুমই হলো শেষ ঘুম...


প্রকাশিত: ০৬:১০ এএম, ২৯ জুন ২০১৭
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে পানিতে পড়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পর এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীপুরের বরমী (পাইটালবাড়ী) এলাকার সুতিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাকিবুল ইসলাম (১৬) নামে ওই তরুণ একই উপজেলার বিধাই গ্রামের আবুল কালামের ছেলে। সে এবার বিধাই দাখিল মাদরাসা থেকে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

নিহত তরুনের বাবা আবুল কালাম জানান, তার ছেলে রাকিবুলসহ বিধাই ও আশপাশের গ্রামের ৪০ জন বন্ধু মিলে বুধবার সকালে নৌকা ভ্রমণে বের হয়। তারা শ্রীপুরের সুতিয়া এবং গফরগাঁও ও কাপাসিয়ার শীতলক্ষ্যা নদে ভ্রমণ করে। ফেরার পথে তারা কয়েকজন নৌকার পাটাতনে ঘুমিয়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে বরমী পাইটালবাড়ী এলাকায় এসে ঘুমন্ত অবস্থায় রাকিবুল পানিতে পড়ে যায়। এসময় তার সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করে। ওই রাতেই স্থানীয় লোকজন বিভিন্ন ধরণের জাল দিয়ে ওই তরুণকে খোঁজাখুঁজি শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরিদলের লিডার হোসেন জানান, রাত ১২টা পর্যন্ত স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যার্থ হয়ে ডুবুরিদের খর দেয়। বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে ডুবুরীরা উদ্ধার অভিযান চালায়। সকাল ১০টার দিকে ঘটনাস্থলের দু’শ মিটার দূরে পানির নিচ থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।