লংগদুতে যৌথবাহিনীর অভিযান চলছে, অস্ত্র উদ্ধার


প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৯ জুন ২০১৭

রাঙামাটির লংগদুতে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার রাত থেকে সেনাবাহিনীর লংগদুর জোন কমান্ডার লে. কর্নেল আব্দুল আলীম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। আজও অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে একটি চাইনিজ রাইফেল, ২টি এসএমজি, ১টি পিস্তল, ৫টি ম্যাগজিন ও ৫ জোড়া সামরিক পোশাক উদ্ধার করা হয়।

লংগদুর জোন কমান্ডার লে. কর্নেল আব্দুল আলীম চৌধুরী জানিয়েছেন, লংগদু সদর ইউনিয়নের গলাছুরি এলাকায় একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।