সিরাজগঞ্জে আ.লীগের সংঘর্ষে আহত কলেজছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২৮ জুন ২০১৭

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে সরকারদলীয় নেতাকর্মীদের বরাদ্দকৃত টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ফরিদুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সংঘর্ষে আরও ১৯ জন আহত হয়।

নিহত ফরিদুল ইসলাম (২০) কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের দানেশ আলীর ছেলে ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বিভাগের ছাত্র।

বুধবার দুপুরে কামারখন্দ উপজেলার পাইকোশা বাজার এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আব্দুর রশিদ, শিপন, বেল­াল হোসেন, আনোয়ার হোসেন, ইমরুল হাসান, আব্দুল মজিদকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে সরকারদলীয় নেতাকর্মীদের বরাদ্দকৃত টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে গত শনিবার কামারখন্দ উপজেলার বাগবাড়ি গ্রামের যুবলীগ নেতা বাবুর সঙ্গে পাইকোশা গ্রামের আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলীর কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ আলীকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় যুবলীগ নেতা বাবুসহ বেশ কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।

বুধবার সকালে আসামিরা আদালত থেকে জামিন নিয়ে পাইকোশা বাজারে হামলা চালায়। এসময় স্থানীয় নেতাকর্মীরা পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাঁধে। দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফরিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬ টায় টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় মৃত্যু হয়।  

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা সংঘর্ষে আহত ফরিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

ইউসুফ দেওয়ান রাজু/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।