টুসি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১১:২৫ এএম, ১৯ মে ২০১৫

আলোচিত গৃহবধূ সোনিয়া আশরাফ টুসি হত্যার বিচারের দাবিতে তার সহপাঠিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে নিহত মেধাবি ছাত্রী টুসির সহপাঠিরা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
 
উল্লেখ্য, গত ৫ মে বিকেলে ঢাকার পূর্ব তেজতুরি বাজারস্থ ট্রপিক্যাল হোমসের ফ্ল্যাটে সোনিয়া আশরাফ টুসির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। টুসির পরিবারের অভিযোগ তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা হিসাবে চালানোর চেষ্টা করা হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গাজিউর রহমানের ছেলে শামস এলাহি উইলিয়ামস, তার বোন এটিএন বাংলার প্রযোজক ও উপস্থাপক কুইন রহমান ও তার মা লাইলী রহমানের নামে তেজগাঁও থানায় মামলা করেছেন টুসির পরিবার।

বাদল ভৌমিক/এমজেড/আরআইপি




 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।