তিস্তায় নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৫:৫০ এএম, ২৮ জুন ২০১৭

তিস্তায় নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়ার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভারতীয় সীমানার ৬নং মেইন পিলারের ৩নং সাব পিলারের ২২ বিএসএফের অরুন ক্যাম্পের কাছে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিকেলে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে দহগ্রাম সীমান্তে মেইন পিলার ৬-এ’র ৩ নম্বর সাব পিলারের কাছে আবুলের চর নামক একটি জায়গা থেকে তিনি নিখোঁজ হন।

বিজিবি সূত্রে জানা গেছে, সুমন মিয়া রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত হলেও তিনি লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দহগ্রাম বিজিবি ক্যাম্পে সংযুক্ত ছিলেন। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দহগ্রাম বিজিবি ক্যাম্পের হাবিলদার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল দহগ্রামের সীমান্তের ৬ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার এলাকায় তিস্তা নদীতে আবুলের চর যান। গরু পারাপারকারীকে ধরতে নদীতে নামেন বিজিবির সদস্য টুটুল মিয়া এসময় টুটুল মিয়ার নদীতে তলিয়ে যাওয়া দেখে ল্যান্স নায়েক সুমন মিয়া তাকে উদ্ধারের জন্য নদীতে নেমে নিখোঁজ হন।

বিজিবি, বিএসএফ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল নিখোঁজ সুমন মিয়াকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছিলেন।

রবিউল হাসান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।