গাছের সঙ্গে বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩


প্রকাশিত: ০৪:২১ এএম, ২৮ জুন ২০১৭

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি (চট্রগ্রাম -জ ১১-০০০৭) গুইমারা উপজেলার কালাপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাচের সঙ্গে ধাক্বা লেগে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

নিহতরা হলেন, হাফছড়ির মো. ববারেক ফরাজির ছেলে মো. তারিকুল ইসলাম (২০), মাটিরাঙা উপজেলার খেদাছড়ার মো. ইউনুছ মিয়ার স্ত্রী রিপনা বেগম (২৪) ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস (৪)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়েরুল হক বলেন, স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করেছে। আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জালিয়াপাড়া ইসলামিক মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

মুজিবুর রহমান/আরএস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।