কালীগঞ্জে ভাতিজার রডের আঘাতে চাচার মৃত্যু


প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৬ জুন ২০১৭

পারিবারিব কলহের জেরে গাজীপুরের কালীগঞ্জে ভাতিজা মিন্টু রোজারিও`র (৩৫) রডের আঘাতে চাচা ইনু রোজারিও (৫৫) নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিপড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে।

খুনের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান।

নিহত ইনু ওই গ্রামের মৃত মাইকেল রোজারিও ছেলে। তিনি স্থানীয়ভাবে কৃষি শ্রমিকের কাজ করতেন।

নিহতের স্ত্রী শিউলী রোজারিও জানান, বিকেলে পারিবারিক বিষয় নিয়ে ইনুর সঙ্গে তার ভাই বার্ণাড রোজারিও`র ছেলে মিন্টুর কথা কাটিকাটি হয়। এক পর্যায়ে মিন্টু রড দিয়ে ইনুর মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিন্টুর বড় ভাই লিটন রোজারিও জানান, চাচার সঙ্গে মিন্টুর কথা কাটাকাটি হচ্ছিল। কিন্তু কোনো কিছু বুঝার আগেই রড দিয়ে চাচাকে আঘাত করে এবং তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আশীষ কুমার বণিক জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মস্তিষ্কে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

আব্দুর রহমান আরমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।