নড়াইলে সিভিল সার্জন ডা. আব্দুস সামাদের মৃত্যু


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৯ মে ২০১৫

নড়াইলের সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সামাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লালে...... রাজেউন)। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি খুলনায় মারা যান। সোমবার রাতেই তার মৃতদেহ জন্মস্থান কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়।

নড়াইলের বর্তমান সিভিল সার্জন ডা. সুব্রত সাহা জানান, মৃত্যুর খবর নড়াইলে পৌঁছানোর পর চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাৎক্ষণিকভাবে নড়াইলে কর্মরত চিকিৎসকগণ খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) সাধারণ সম্পাদক ডা. আব্দুল কাদের জসিম জানান, মঙ্গলবার (১৯ মে) জন্মস্থান কুষ্টিয়ায় দাফন হবে। এর আগে সর্বশেষ কর্মস্থল খুলনায় জানাযা হবে। নড়াইলের চিকিৎসকগণও কুষ্টিয়াতে যাবেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবেন।

এদিকে ডা. আব্দুস সামাদের মৃত্যুর খবর নড়াইলে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নড়াইলবাসীর কাছে অত্যন্ত প্রিয় সিভিল সাজন ডা. আব্দুস সামাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

হাফিজুল নিলু্/এসএস/এইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।