ধামরাইয়ে দু`বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : আহত ১০


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১৯ মে ২০১৫
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে এক শিক্ষকের বাড়িসহ দু`টি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দু`বাড়ির লোকজন ও এলাকাবাসীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার ভোর রাতে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের চুন্না গ্রাম ও কাছৈর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ধামরাইয়ের চুন্না গ্রামের কালিয়াকৈর এলাকার কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র সরকারের দোতলা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ১০/১২ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল। এসময় ডাকাত দল ঘরে প্রবেশ করে শিক্ষক অনিল চন্দ্র সরকার ও তার স্ত্রী মিতা সরকার ও ভাই জীবন চন্দ্র সরকারকে কিছু বুঝে ওঠার আগে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে আহত করে আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা ১০ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যাওয়র চেষ্টা করে।

এসময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা হিম্মত মোল্লা, গরী মোল্লা, শিশিরসহ ৭ জনকে কুপিয়ে আহত করে এলাকায় কয়েক রাউন্ড ফাকা গুলি ছুঁড়ে এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করে। সেখানে চলছে তাদের চিকিৎসা সেবা। মাথায় বেশি আঘাত পাওয়ায় ও রক্তক্ষরণের কারণে শিক্ষক অনিলচন্দ্র সরকার ও তার ভাই জীবনচন্দ্র সরকারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসরা।

দুটি বাড়িতে ডাকাতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

অন্যদিকে একই সময়ে ধামরাইর কাছৈর গ্রামের স্থানীয় ব্যবসায়ী শুকুরের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতরা বাড়িতে থাকা নগদ এক লাখ টাকা ও স্বর্ণলাঙ্কার লুটপাট করে পালিয়ে যায়।

দুটি ডাকাতির ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ধামরাই থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।