হত্যা মামলায় আ.লীগের সাধারণ সম্পাদকের আত্মসমর্পণ


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৪ জুন ২০১৭

কুষ্টিয়ার মিরপুরে যুবলীগ কর্মী শাহাবুদ্দিন আহমেদ ওরফে শাহিন খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন অত্মসমর্পণ করেছেন। শনিবার বিকেলে তিনি মিরপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আধিপত্য বিস্তার নিয়ে গত রোববার বিকেলে আমলা বাজারে আওয়ামী লীগের দু`পক্ষের সংঘর্ষে যুবলীগের কর্মী শাহাবুদ্দিন আহমেদ নিহত হন। এতে আরও ৬ জন গুরুতর আহত হয়ে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমলা ইউপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।

ঘটনার চারদিন পর গত বৃহস্পতিবার বিকেলে মিরপুর থানায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে হত্যা ও বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা দায়ের হয়। এতে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কামারুল আরেফিন প্রধান আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, বিকেলে কামারুল আরেফিন স্বশরীরে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন। বিকেলেই তাকে কুষ্টিয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রোববার আদালতে তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।

আল-মামুন সাগর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।