আশুগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত


প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৪ জুন ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সন্ত্রাসী হামলায় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শফিকুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ প্রেসক্লাবের ভেতরে এ ঘটনা ঘটে। আহত শফিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ জাগো নিউজকে জানান, বিকেলে শফিকসহ অন্য সাংবাদিকরা প্রেসক্লাবে বসে কথা বলছিলেন। এসময় স্থানীয় চরচারতলা গ্রামের মিজানের নেতৃত্বে একদল যুবক শফিকের ওপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে শফিক চোখে মারাত্মক আঘাত পেয়েছেন। পরে শফিককে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জের ডে-নাইট হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।