ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা থেকে বিরত থাকার আহ্বান সেতুমন্ত্রীর


প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৪ জুন ২০১৭

সারাদেশের কোথাও ঈদযাত্রায় ভোগান্তি নেই দাবি করে যাত্রীদের ঝুঁকি নিয়ে ঈদযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে সাভারের হেমায়েতপুরে সড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।

এসময় রংপুরের ট্রাক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে সিমেন্টের ট্রাকে বাড়ি যাচ্ছিল তারা। এভাবে ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়া কারও উচিত নয়।

মন্ত্রী বলেন, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই এমন দাবি করা উচিত হবে না জানিয়ে মন্ত্রী বলেন, জঙ্গিবাদ এখন একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে জঙ্গিরা নির্মূল হয়েছে এখনই বলা যাবে না।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সাভারের সাংসদ ডা. এনামুর রহমান, লেখক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।