নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ডিবি পরিচয়ে ডাকাতি : আটক ৪


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৮ মে ২০১৫

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে সোমবার বিকেলে ডিবি পরিচয়ে চলন্ত যাত্রীবাহী বাস থামিয়ে ছিনতাইয়ের সময়ে চার প্রতারককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২টি হ্যান্ডকাফ ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই চারজনকে হাজির করা হয়।

আটকরা হলো, চট্টগাম লোহাগাড়া থানার চরম্বা এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে মো. নাছির উদ্দিন (৩২), চাঁদপুর মতলব থানার চেঙ্গারচর এলাকার মৃত রসুল দেওয়ানের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৩), সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার রুদ্রগাথী এলাকার মো. মাজেদের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৪), কুমিল্লা লাঙ্গলকোট থানার বড় ফতেপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ও মাইক্রোবাসের চালক মো. স্বাধীন (৪৪)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-নারায়ণগঞ্জ চলাচলকারী বন্ধন পরিবহনের একটি বাস নারায়ণগঞ্জ আসার পথে লিংকরোডের ফতুল্লা ভূইগড় মেগাডাম চাইনিজ রেস্টুরেন্টের সামনে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৬১২১) রাস্তায় ব্যারিকেড দেয়। ওই মাইক্রোবাসে ৫ জন নিজেদের ডিবি পরিচয়ে বন্ধন বাসটি থামিয়ে যাত্রীদের তল্লাশির নামে টাকা লুটে নিয়ে যাওয়ার সময় ওই এলাকার টহলরত পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২টি হ্যান্ডকাফ ও মাইক্রোবাস উদ্ধার করা হয়।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।