রাউজানে মুনিরীয়া তবলীগের জঙ্গিবাদ বিরোধী সেমিনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ এএম, ২৪ জুন ২০১৭

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১০৩ নং রাউজান নোয়াজিষপুর দলইনগর শাখার উদ্যোগে `জঙ্গিবাদ নয়, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিকত যুব সমাজের জন্য কল্যাণকর পথ’ শীর্ষক এশায়াত সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) উপজেলার নোয়াজিষপুর নতুনহাট বাজার চত্বরে অনুষ্ঠিত সেমিনারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সরোয়ার্দী সিকদার সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও শাহ আমানত হলের প্রভোস্ট বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর।

বিশেষ অতিথি ছিলেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা পরিষদের সভাপতি আল্লামা মুহাম্মদ মুফতি ইব্রাহিম হানেফী, সংগঠনের সহসচিব রাউজান কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, নাজিরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, গহিরা ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঐতিহ্যবাহী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদরাসার মুহাদ্দিস হযরতুল আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান।

মাহফিলে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির উন্নতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, মহান মোর্শেদে আজমের হায়াতে খিজরি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।