কুতুবদিয়ায় ১৯টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ শ্রমিকলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২২ জুন ২০১৭

কক্সবাজার জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মুকুলকে (৫২) ১৯টি আগ্নেয়াস্ত্র ও ৬২১ রাউন্ড গুলিসহ আটক করেছে র‌্যাব-৭ কক্সবাজার।

বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পরাণ সিকদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত জাবের আহমদ চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, বিক্রির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র মজুদের খবর পেয়ে র‌্যাবের এটি দল কুতুবদিয়ায় অভিযান চালায়। এসময় ৯টি এলজি, ১০টি একনলা বন্দুক, ২১ রাউন্ড শর্টগানের গুলি ও ৬শত রাউন্ড এয়ার গানের গুলিসহ ওই ব্যক্তিকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মনোয়ারুল ইসলাম মুকুলকে থানায় হস্তান্তর করে র‌্যাব। র‌্যাবের দায়েরকৃত এজাহারে আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা (নং-৯) রুজু করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।