জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির কর্মসূচি গ্রহণ


প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৮ মে ২০১৫

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পাঁচ দিনের কর্মসূচি গ্রহণ করেছে খুলনা বিএনপি। সোমবার কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে দিনব্যাপী কোরআনখানী, শোক পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, শোক র্যালী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও রাজনীতি নিয়ে আলোচনা, ওয়ার্ডে ওয়ার্ডে কাঙ্গালী ভোজ, ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং জিয়াউর রহমানের ভাষণ প্রচার।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন। এছাড়া অযথা পুলিশ বাহিনীর অতি উৎসাহী সদস্যদের হয়রানি না করার আহ্বান জানানো হয়। সভা থেকে আন্দোলন সংগ্রামে নিহত বিএনপি নেতাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের আশু সুস্থতা কামনা করা হয়। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের চলমান ৫দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে ৫দফা দাবি মেনে নেয়ার দাবি জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও কেসিসি মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্তজা, শেখ মুশাররফ হোসেন, খায়রুজ্জামান খোকা, অ্যাড. বজলার রহমান, সিরাজুল ইসলাম মেঝভাই, ফখরুল আলম, কাজী রাশেদ, শাহ জালাল বাবলু, আব্দুল মান্নান, অ্যাড.ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, রেহেনা ঈসা, জাহিদুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, সিরাজুল ইসলাম নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, শফিকুল আলম তুহিন, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু, মুজিবুর রহমান, আশফাকুর রহমান কাকন প্রমুখ।

আলমগীর হান্নান/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।