চট্টগ্রাম কাস্টমসের দুই কর্মকর্তাকে কারাগারে প্রেরণ


প্রকাশিত: ০৩:২৯ এএম, ২২ জুন ২০১৭
প্রতীকী ছবি

পণ্যের দাম কম দেখিয়ে রাজস্ব কম নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম কাস্টমসের দুই রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন।

দুই রাজস্ব কর্মকর্তা হলেন- পি বি পাল ও সাইফুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাবলু জানান, গত ২৬ এপ্রিল নগরের বন্দর থানায় পি বি পালের বিরুদ্ধে তিনটি এবং সাইফুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করা হয়। তারা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত।

তিনি আরও জানান, উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষে গত সোমবার পি বি পাল ও সাইফুর রহমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন। শুনাসি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।