ভারতে পালিয়ে যাওয়ার সময় ইউপি চেয়ারম্যান আটক


প্রকাশিত: ০৮:১৮ এএম, ১৮ মে ২০১৫

দিনাজপুরের বিরলে ভারতে পালিয়ে যাবার সময় মো. নুর ইসলাম (৪০) নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। নুর ইসলাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে এবং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান। তিনি বর্তমানে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

সোমাবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধর্মজৈইন সীমান্ত থেকে পুলিশ তাকে আটক করে। বিরল থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধর্মজৈইন সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আটক নুর ইসলামের বিরুদ্ধে ৩টি মামলা তদান্তধীন রয়েছে এবং ৫টি মামলায় তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।