জাফর ইকবালের বিরুদ্ধে অভিযোগ জানেন না মিছিলকারী


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৮ মে ২০১৫

১৬ মে শনিবার। সময় বিকেল ৫টা। উচ্চ কণ্ঠে তিনি নানা স্লোগান দিচ্ছিলেন। কটুক্তির বিরুদ্ধে তোতাপাখির মতো অনেক কথাই বলে যাচ্ছিলেন। এসময় তিনি সাংবাদিকদের বলছিলেন, ওই কুলাঙ্গার জাফর ইকবাল যে অবমাননাকর কথা বলেছেন, আমরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কঠোরভাবে তার নিন্দা ও প্রতিবাদ ... । তাকে থামিয়ে দিয়ে একপর্যায়ে সাংবাদিক তার কাছে জানতে চান ড. জাফর ইকবাল সাংসদের বিরুদ্ধে কী বলেছিলেন? তখন তিনি বলেন, উনি আমার নেতাকে... (লাজুক মুখে) আসল বিষয়টা আমি জানি না। এ বক্তব্যের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে।

এ দৃশ্য সিলেটের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের পক্ষে ড. জাফর ইকবালের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আসা এক সরকারদলীয় কর্মীর।

সিলেটের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাফর ইকবালকে নিয়ে কটুক্তি করায় শিক্ষার্থীদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া দেখানো হয়। এর প্রতিবাদে সিলেটের আওয়ামী লীগ গত শনিবার সিলেটবাসীর ব্যানারে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে আগতদের প্রশ্ন করা হলে কী বলেছেন জাফর ইকবাল এ প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারেননি। তারা জানেন না জাফর ইকবাল কী বলেছেন। তবে সিনিয়র নেতাদের কথায় তারা এখানে এসেছেন বলে জানান।

ছামির মাহমুদ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।