কেউ স্বস্তিতে নেই : দুদু


প্রকাশিত: ০৪:০২ পিএম, ২০ জুন ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের কোনো মানুষ আজ স্বস্তিতে নেই। প্রতিটি মানুষ অনেক কষ্টে আছে। কারণ সরকার মানুষের পাশে দাঁড়াতে চায় না অন্যকেও দাঁড়াতে দেয় না।

মঙ্গলবার শহরের চাষাঢ়ায় ডিংকস অ্যান্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে শহীদ জিয়াউর রহমানের ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলা করে অবৈধ সরকার প্রমাণ করেছে এদেশে তাদের সময় ফুরিয়ে এসেছে। তাই তারা উন্মাদের মতো আচরণ করছে।

মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুব উন্নয়ন অধিদফতরের সাবেক মহাপরিচালক ওলিউর রহমান আপেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ২০ দলের সদস্য সচিব মাঈনুদ্দিন আহমেদ, ন্যাপ’র কামাল ভুইয়া, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট জাকির, সরকার হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।