কুমিল্লার তিতাস থানার ওসি প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৭ মে ২০১৫

কুমিল্লার তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। তিতাসে স্থানীয় আ.লীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষে এবং গুলিবিদ্ধ হয়ে মাসুম সরকার (২৮) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হওয়ার পর মামলায় অভিযুক্তদের গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটে। মাসুমের সমর্থিত নেতাকর্মীরাও ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। এসব দাবিতে রোববার ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিকেলে সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো. ইকবাল হোসেন ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মাসুমের ঘাতকদের গ্রেফতারের দাবিতে রোববার তৃতীয় দিনেও গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাস স্টেশনে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ওসিকে প্রত্যাহরের দাবি জানানো হয়।

জানা যায়, তিতাসে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম (সোহেল) গ্রুপের সাথে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিব্ধ হয়ে বাবু গ্রুপের নেতা এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মাসুম সরকার (২৮) শুক্রবার ভোরে ঢামেক হাসপাতালে মারা যায়।

এ ঘটনায় কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির বাদী হয়ে শনিবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেলকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করলেও এ ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামকে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে।

কামাল উদ্দিন/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।