ক্রিকেট নিয়ে বাজিতে হেরে ট্রেনের নিচে ঝাঁপ


প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৯ জুন ২০১৭

প্রায় প্রতিনিয়ত বিভিন্ন জনের সঙ্গে বাজি ধরত সে। রোববার রাতেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান বনাম ভারত খেলার বাজি ধরে। কিন্তু বাজিতে হেরে টাকা না দিতে পেরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

রোববার রাতে জামালপুর শহরের গেইটপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ বিদ্যুৎ (১৮) স্টেশন বাজার এলাকার মৃত আনিছের ছেলে। সে দীর্ঘদিন যাবত গেইটপাড় এলাকায় হালিম বিক্রি করত।

এ ব্যাপারে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।