ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া সীমান্ত থেকে  আব্দুল মান্নান (২১) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

বিজিবি ও স্থানীয়রা জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বোলাগাছি গ্রামের ভিজু মিয়ার ছেলে মান্নানকে পারিয়া সীমান্তের ৩৮৪নং পিলার সংলগ্ন এলাকার ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।  

এ বিষয়ে ঠাকুরগাঁও-৩০ বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে ফেরত চেয়ে বিএসএফ এর কাছে চিঠি দিয়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।