ববিতা নির্যাতনের প্রধান আসামির আত্মসমর্পণ


প্রকাশিত: ১০:০৫ এএম, ১৭ মে ২০১৫

নড়াইলের লোহাগড়ায় গাছের সাথে বেঁধে গৃহবধূ ববিতাকে নির্যাতন মামলার অন্যতম আসামি আজিজুর রহমান আজু আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক মো. মাজহারুল ইসলাম জামিন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরজুর আত্মসমর্পণের মধ্য দিয়ে এ মামলার সকল আসামিই এখন জেল হাজতে রয়েছেন। এর আগে ১০ মে উচ্চ আদালত ৪৮ ঘন্টার মধ্যে সকল আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনাসদস্য শফিকুল শেখের (২৬) সাথে ববিতার মোবাইল ফোনে প্রেম হয়। এরই জের ধরে ২০১৩ সালের ২১ নভেম্বর গোপনে তাদের বিয়ে হয়।

২৯ এপ্রিল ২০১৫ রাত নয়টার দিকে ববিতা শফিকুলের বাড়িতে গেলে পরদিন ৩০ এপ্রিল সকালে এলাকার মাতব্বর আজিজুর রহমান আজুর নেতৃত্বে স্বামী শফিকুল ও তার মা, বাবা এবং আরো কয়েকজন গাছের সঙ্গে বেঁধে বেদম মারপিট করে। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী সেনা সদস্য শফিকুল শেখসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন ববিতার মা খাদিজা বেগম।

হাফিজুল নিলু/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।