রাঙামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৬ জুন ২০১৭

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মানজুরুল মান্নান। জেলা প্রসাশকের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মানজুরুল মান্নান বলেন, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কেউ যদি নির্দিষ্ট করে কোনো স্থানে মরদেহ থাকার কথা জানাতে পারে তাহলে সেখানে উদ্ধার অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, পাহাড় ধসে কোনো কোনো জায়গায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত মাটির স্তূপ জমে থাকার কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।

মানজুরুল মান্নান বলেন, চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিস কর্মীদের ৬০ জনের দলটিকে আরও কিছুদিন রাঙামাটিতেই রাখা হচ্ছে। কারণ এখনও বৃষ্টিপাত থামেনি। আবার পাহাড় ধসের আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, গত সোমবার রাত থেকে টানা বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে আজ শুক্রবার পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।