সিরাজগঞ্জে তাবলীগ জামাতের ১৩ সদস্য অসুস্থ
সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় তাবলীগ জামাতের ১৩ জন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার একডালা প্রজেক্ট মসজিদে ইফতার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অসুস্থরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার মৃত রায়হান আলীর ছেলে মো. ফিরোজ (৬০), একই থানার মো. রবিউল (২০), রুহুল আমীনের ছেলে ফয়সাল, আব্দুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন, সেলিমের ছেলে আরাফাত (১৫), বাদুয়াপাড়ার আবুল হোসেনর ছেলে রেজাউল, রুহুলের ছেলে মো. গোলাম রব্বানী, আক্তার হোসেনের ছেলে হাসান, সিদ্দিকুর রহমানের ছেলে নাজমুল (১৭), জুয়েল, মো. তোফায়েল ও আবুল বাসারের ছেলে মো. মহিউদ্দিন।
তাবলীগ জামাতের সদস্য মাওলানা শহিদুল ইসলাম জানান, অসুস্থ ১৩ জন তাবলীগ জামাতের সদস্য ৪০ দিনের চিল্লায় কুমিল্লা থেকে গত ১ মাস আগে সিরাজগঞ্জে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের রাত ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতাল থেকেই তাদের ওষুধ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে তারা ভালো আছেন। তবে সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস