বাংলাদেশে স্যামসাংয়ের বিনিয়োগ নতুন যুগের সূচনা : শিল্পমন্ত্রী


প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৫ জুন ২০১৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের শিল্পখাতে স্যামসাংয়ের বিনিয়োগ দেশে এক নতুন যুগের সূচনা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, এটা তার আরেকটি দৃষ্টান্ত। বিশ্বখ্যাত স্যামসাংয়ের এ বিনিয়োগ বিশ্বের অন্যান্য কোম্পানিসমূহের ভবিষ্যৎ বিনিয়োগকে উৎসাহিত করবে।

বৃহস্পতিবার বিকেলে শিবপুরের কামারগাওয়ে স্যামসাং ইলেকট্রনিক্স এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের যৌথ উদ্যোগে স্যামসাং ইলেকট্রনিক্সের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, স্যামসাংয়ের ৮০০ কোটি টাকার এই বিনিয়োগ বাংলাদেশে অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। এ প্রকল্পে তিন হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রকল্পটিতে পাঁচ লাখ ইউনিট ফ্রিজ, আড়াই লাখ ইউনিট মাইক্রোওয়েব ওভেন, এক লাখ ২০ হাজার ইউনিট এয়ারকন্ডিশনার, দুই লাখ ইউনিট টেলিভিশন এবং ৫০ হাজার ওয়াশিং মেশিন উৎপাদনের ক্ষমতা থাকবে।

তিনি বলেন, বাংলাদেশে এটাই প্রথম বৃহৎ ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনের বিদেশি বিনেয়াগ। এই প্ল্যান্টের মাধ্যমে দেশের মানুষ সাশ্রয়ী মূল্যে এ সকল হোম অ্যাপ্লায়েন্স প্রাপ্তি নিশ্চিত করবে। শুধু তাই নয় ভবিষ্যতে স্মার্ট ফোন, ট্যাব, ল্যাপটপ এবং মাইক্রো চিফ জাতীয় ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অন স্যাং-ডু, মালয়েশিয়ার হাই কমিশনার নূর আশেকিন, স্যামসাং ইলেকট্রনিক্সের হেডকোয়ার্টারের বিজনেস গ্রুপ লিডার কু ইউন চই এবং স্যামস্যাং ইলেকট্রনিক্স, বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর স্যাংওয়ান ইউন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। আরও বক্তব্য দেন মনোহরদী-বেলাব আসনের এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লা, ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি এবং ফেয়ার গ্রুপের সিইও চু সু মুন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মন্জুর এলাহী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান ভূইয়া, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ প্রমুখ।

সঞ্জিত সাহা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।