বন্যা পরিস্থিতির উন্নতি শেরপুরে


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৪

পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করায় শেরপুর জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। শেরপুর ফেরিঘাট পয়েন্টে বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্রের পানি আরও ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার প্রায় ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাসানুজ্জামান।

বন্যা পরিস্থিতি নিয়ে শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, বন্যায় ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫০ মেট্রিক টন জেনারেল রিলিফ (জিআর) চাল বরাদ্দ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কুলুরচর এলাকার ৮৯টি পরিবারের মাঝে ২০ কেজি করে চালসহ ডাল,তেল, আলু ও গুড় বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বন্যাকবলিত এলাকার আরও ৩৫টি পরিবারের মাঝে বুধবার ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।