দিনাজপুরে শিবির নেতাসহ গ্রেফতার ৮


প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৬ মে ২০১৫

দিনাজপুর জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে শিবির নেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে এবং দুপুরে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দিনাজপুরের ঘোড়াঘাটে গোপন বৈঠককালে ছাত্রশিবিরের পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামে উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি লাদেন ইব্রাহীমের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বৈঠকে অংশগ্রহণকারী আরো ২০ জন পালিয়ে যান।

আটকরা হলেন- ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি লাদেন ইব্রাহীম (২০), উপজেলা জামায়াতের আমীরের ছেলে আল মাহমুদ ওরফে মামুন (১৯) এবং  শিবির নেতা লায়মন হাসান (২০), সাজ্জাদ হোসেন (১৯) ও ইমরান ওরফে আকরাম (২৫)।

অভিযানকালে পুলিশ এক বস্তা পাথর ও ২৫টি লাঠি উদ্ধার করেন। আটক পাঁচ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) চান মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
অন্যদিকে, নাশকতা মামলার পলাতক আসামি দিন জামায়াত নেতা ফরমান আলীকে (৪০) খানসামা উপজেলা, রাকিব হাসানকে (৩২) নবাবগঞ্জ উপজেলা এবং নুরুল হোসেনকে (৩৮) চিরিরবন্দর উপজেলা থেকে শনিবার ভোরে পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে। দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানায় পুলিশ।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।