খাগড়াছড়িতে দুইজনের মৃত্যুর খবর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৪ জুন ২০১৭

রাঙামাটি ট্র্যাজেডির পর প্রবল বর্ষণে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নে পাহাড় ধসে দুইজন নিহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বর্মাছড়ি ইউনিয়নের ফত্যাছড়া পাড়ায় পাহাড় ধসে মাটিচাপায় মারা যান প্রাণকৃত্য চাকমার ছেলে পরিমল চাকমা (৩০)।

এদিকে লক্ষ্মীছড়ি-বর্মাছড়ি সীমান্ত এলাকার হলুদ্যাপাড়া বড়ইতলী এলাকায় মাটি চাপায় মারা যায় পতুল্যা চাকমার স্ত্রী কালেন্দ্রী চাকমা (৪৫)। এ ঘটনায় পতুল্যা চাকমা আহত হয়েছে বলেও জানা গেছে।

জানতে চাইলে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল পাহাড় ধসে দুই জনের মৃত্যুর খবর শুনেছেন বলে জানান। ঘটনাস্থল উপজেলা সদর থেকে প্রায় ২০ কি.মি. দূরে এবং দুর্গম হওয়ায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।