৪ দেশের রাষ্ট্রদূতের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৬ মে ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, নাসিং স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ৪ দেশের রাষ্ট্রদূত ও ডেপুটি হাই কমিশনারদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

শনিবার সকাল সোয়া ১০ টার দিকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনয়েট পাইরি লারামি, ভুটানের হাই কমিশনার পেমা চডেন, নরওয়ের হাই কমিশনার মেরেটি লুনডেমু এবং নেদারল্যান্ডের হাই কমিশনের ডেপুটি চিপ মিশন মার্টিন ভ্যানসহ একটি প্রতিনিধি দল এগুলো পরিদর্শন করেন।

এসময় কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, দানবীর রণদা প্রসাদ সাহার ছেলের বউ শ্রীমতি সাহা ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, ভারতেশ্বরী হোমেসের অধ্যক্ষ প্রতিভা হালদার উপস্থিত ছিলেন।

ভারতেশ্বরী হোমস পরিদর্শনকালে হোমসের ছাত্রীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। রাষ্ট্রদূতগণ মানব কল্যাণে প্রতিষ্ঠিত দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠান ও তার কর্মকাণ্ড দেখে মুগ্ধ হন এবং ভূয়সী প্রসংশা করেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।