বোয়ালখালীতে ইউপি চেয়ারম্যানসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৩ জুন ২০১৭
প্রতীকী ছবি

এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলমসহ (৩৫) ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নন্দনকাননে আরএফ পুলিশ প্লাজা থেকে তাদের আটকের পাশাপাশি ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ।

এ সময় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে দুইটি শর্টগান ও ২৮ রাউন্ড গুলি এবং একটি কালো মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। নগরীর পাহাড়তলী এবং কোতয়ালী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) নাজমুল হাসান জানান, সোমবার সন্ধ্যায় ইফতারির পর ব্যবসায়ী মো. নূরুন্নবীকে তার সরাইপাড়ার বাসা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে শামসুল ও তার সহযোগীরা। বিষয়টি পাহাড়তলী থানাকে জানানোর পর দ্রুত অভিযানে নামে পুলিশ। রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে আটক করে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।