জাফলংয়ে সড়কের বেহাল দশা : শনিবার থেকে ধর্মঘটের আহবান
অপরূপ সৌন্দর্যের জন্য জাফলংকে বলা হয় ‘প্রকৃতি কন্যা’। কিন্তু অপরুপ সৌন্দর্য আজ বির্বণ হতে চলেছে প্রায় তিন কিলোমিটার সড়কের বেহাল দশার কারণে। আর এ কারণে শনিবার থেকে ধর্মঘটের আহবান জানিয়েছেন শ্রমিক নেতারা।
সিলেট-জাফলং মহাসড়কের মামার দোকান-বলাঘাট জাফলং কোয়ারি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বৃষ্টির এই মৌসুমে একটু বৃষ্টি হলেই হাটুজল আর কাঁদা মাটিতে একাকার হয়ে যায়। অথচ তামাবিল শুল্ক স্থলবন্দর দিয়ে ভারত যাতায়াতেরও একমাত্র মাধ্যম সিলেট-তামাবিল মহাসড়কটি।
এশিয়ার এই মহাসড়কটি দেখলে কেউই বিশ্বাস করবেন এখানে একটি সড়ক ছিলো। সড়কের এই বেহাল অবস্থায়ও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঘটছে দুর্ঘটনাও। কোয়ারি থেকে পাথরবহনকারী ট্রাক কিংবা ভারত থেকে আসা কয়লাবাহী ট্রাক প্রতিদিনই গর্তে আটকা পড়ছে অথবা উল্টে গিয়ে পুরো সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। পর্যটকরাও আটকা পড়েন অহরহ। ফলে চরম দুর্ভোগের নাম এখন এই মহাসড়কটি। আর এ কারণে জাফলংয়ে পর্যটকদের আগমন আশঙ্কাজনক হারে কমে গেছে।
স্থানীয় যাত্রীদের পোহাতে হচ্ছে মারাত্মক দুর্ভোগ। এ অবস্থায় স্থানীয় বেশ কয়েকটি সংগঠন শনিবার থেকে এই সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। পাথর পরিবহনের সাথে সংশ্লিষ্ট সবকয়টি যানবাহন শনিবার থেকে ধর্মঘট পালন করবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, জাফলংয়ের পাথর দিয়ে সারাদেশে নির্মিত হচ্ছে ইমারত। কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে সড়কটির এমন দশা যে এখান দিয়ে যান চলাচলের কোন উপায় নেই। খানা খন্দে ভরা রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। বেহাল রাস্তার কারণে প্রকৃতিকন্যা জাফলং বর্তমানে পর্যটক বিমুখ হয়ে পড়েছে। শুক্রবারের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেট তামাবিল মহা সড়কের মামার বাজার এলাকার রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে শনিবার থেকে জাফলংয়ের পাথর ও পরিবহন সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে জানান তারা।
জানা গেছে, সিলেট তামাবিল মহাসড়কের মামার বাজার এলাকার মোহাম্মদপুর থেকে বলাঘাট ও জাফলং সড়ক সংস্কারের দাবিতে সম্প্রতি জাফলং পাথর ব্যবসায়ী সমিতি, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতি, জাফলং ট্রাক মালিক সমিতি, জাফলং ট্রাক চালক সমিতি ও জাফলং বলাঘাট পাথর উত্তোলন সরবরাহকারী শ্রমিক সমিতি ও স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া এসব সমিতির কর্মসূচির প্রতি জাফলং মটর মালিক গ্রুপও সমর্থন দিয়েছে।
যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ অধিদফতর সিলেট-এর উপ-বিভাগীয় প্রকৌশলী খুরশেদ আলম জাগো নিউজকে জানান, রাস্তাটির মামার দোকান অংশের বেহাল দশা সম্পর্কে তারা ওয়াকিবহাল। এ নিয়ে সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়ও আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাফলং একটি বৃষ্টিপ্রবণ এলাকা। কিন্তু, মামার দোকান এলাকায় সড়কের ড্রেনেজ ব্যবস্থা একেবারে নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় প্রথমেই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করতে হবে। মহাসড়কটি সংস্কারের একটি প্রকল্প তারা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
ছামির মাহমুদ/এসএস/পিআর