কুষ্টিয়ায় ডিজিটাল রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৫ মে ২০১৫
কুষ্টিয়ায় দু` দিনব্যাপী ডিজিটাল রিপোটিং বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।

কুষ্টিয়ায় সাংবাদিকদের জন্য  দু` দিনব্যাপী ডিজিটাল রিপোটিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে শুক্রবার বেলা ১১ টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিথযশা সাংবাদিক পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই একেক্স টু ইনফরমেশনের বিভাগের কমিউনিকেশন এসোসিয়েট তানজিনা শারমিন, প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান, সাধারণ সম্পাদক আল-মামুন সাগর ও জেলা সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রমুখ।

দুদিন ব্যাপী এ প্রশিক্ষণে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সাংবাদিকদের করণীয়, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমের ক্ষেত্রসমূহসহ নানা বিষয়ে সাংবাদিকদের বিশেষ ধারণা দেয়া হয়। এ প্রশিক্ষণে স্থানীয় পত্রিকার সম্পাদক, জেলার প্রিন্ট ও ইল্কেট্রনিক্স মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।