যশোরের শীর্ষ মানবপাচারকারী আটক
যশোরের শীর্ষ মানবপাচারকারী আব্দুস সবুরকে (৪০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মণিরামপুর উপজেলার মুড়োগাছা গ্রামে স্থানীয় লোকজন সবুরকে ধরে গণপিটুনি দেয়ার পর পুলিশ তাকে আটক করে।
আটক সবুর ঝিকরগছার আজমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মানবপাচার করে আসছিলো।
ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, আব্দুস সবুর যশোরাঞ্চলের একজন শীর্ষ মানবপাচারকারী। দীর্ঘদিন ধরে সে যশোর অঞ্চল থেকে বেকার যুবকদের অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। মানবপাচারের এসব ঘটনায় তার বিরুদ্ধে যশোর সদর, ঝিকরগাছা, মণিরামপুর উপজেলা এবং চট্টগ্রাম ও কক্সবাজারের কয়েকটি থানায় মামলা রয়েছে। মানবপাচারের একটি মামলায় সে বেশ কয়েক মাস কারাগারেও ছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে সে আবারো মানবপাচার শুরু করে।
কিন্তু তার পাঠানো অনেক যুবকের কোন হদিস না পাওয়ায় ঝিকরগাছা এবং মণিরামপুর এলাকার মানুষ তার উপর ক্ষিপ্ত ছিল। বৃহস্পতিবার রাতে মণিরামপুর উপজেলার মুড়োগাছায় এলাকায় স্থানীয় লোকজন সবুরকে পেয়ে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
মিলন রহমান/এসএস/এমএস