গাজীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত
গাজীপুরের কাপাসিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে কাপাসিয়া উপজেলার বরুন গ্রামে এ ঘটনা ঘটে। সকালে কাপাসিয়া থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম মোতালেব (৩২)। তিনি কাপাসিয়া উপজেলার চামুরকি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর হোসেন খান জানান, রাত ৩ টার দিকে বরুন গ্রামের হাজী মালেকের বাড়িতে ৬-৭ ডাকাত হানা দেন। বাড়ির লোকজন জেগে উঠলে তারা সেখান থেকে ফিরে আসেন। পথে মাছের খামারের এক পাহাড়াদার তাদের দেখে ‘তারা কারা’ জিজ্ঞেস করলে ডাকাতরা পাহাড়াদারকে তাড়া করেন। পরে পাহারাদার ডাকাত বলে চিৎকার দিলে গ্রামবাসী ধাওয়া করে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জাগো নিউজকে জানান, ঘটনাস্থল থেকে শাবল, তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস