চাঁদপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক


প্রকাশিত: ০৪:১৪ এএম, ১০ জুন ২০১৭
প্রতীকী ছবি

চাঁদপুর লঞ্চঘাট থেকে চার হাজার পিস ইয়াবাসহ হাজেরা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক হাজেরা বেগম কক্সবাজার সদর থানার বিসিক মুহুরী গ্রামের রফিকের স্ত্রী।

নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই ) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা ফোর্স নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালান। এই সময় লঞ্চঘাটের কাউন্টার থেকে টিকিট কাটছিলেন হাজেরা বেগম। সেখানে গিয়ে হাজেরা বেগমের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নৌপুলিশের সহযোগিতায় ইয়াবাসহ হাজেরা বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাজেরা বেগম জানিয়েছেন, তিনি ও তার স্বামী রফিক ড্রাইভার ইয়াবা নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যান।

ওসি জানান, জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।