চাঁদপুরে পুলিশের ব্লক রেড, মেস মালিকসহ আটক ৩


প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৮ জুন ২০১৭

চাঁদপুর শহরের বিভিন্ন বাসাবাড়ি ও মেসে জঙ্গিবিরোধী ব্লক রেড অভিযান চালিয়ে এক মেস মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) রাত ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ও সদর সার্কেল আফজাল হোসেনের নেতৃত্বে শহরের বিষ্ণুদী মাদরাসা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে দুটি মেস থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে শুক্কুর আলমকে (২০) আটক করা হয়। এছাড়া সঠিক কাগজপত্র না থাকায় হাইমচর উপজেলার নয়আনি লক্ষ্মীপুর গ্রামের মৃত আবদুল মান্নান পাটওয়ারীর ছেলে মাইনুল ইসলাম (২৪) এবং মেসের মালিক মৃত আবু তাহের ভূূঁইয়ার ছেলে মো. কবির হোসেনকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযানের সময় চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান মোল্লা, এসআই সিরাজুল ইসলাম, এসআই রাশেদুজ্জামান, এসআই ত্রিনাথ সাহা, এসআই কামরুজ্জামান, এসআই প্রহলাদসহ সর্ঙ্গীয় ফোর্সের ৮/৯ জন এসআই উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জাগো নিউজকে জানান, পুলিশ সুপার শামসুন নাহার অনেক আগে থেকেই ঘোষণা দিয়েছেন বিভিন্ন বাসা এবং মেস ভাড়াটিয়াদের তথ্যপরিচয় থানায় জমা দেয়ার জন্য। আমরা ব্লক রেড অভিযান চালিয়ে দুটি মেসে পাঁচজনের তথ্যপরিচয় পাইনি। একজনকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ মোট দুজনকে আটক করেছি এবং মেসের মালিক ভাড়াটিয়াদের তথ্য জমা না দেয়ায় তাকেও থানায় নেয়া হয়েছে।

তিনি অারও জানান, এখন থেকে যেসব বাসাবাড়ি কিংবা মেস মালিকদের কাছ থেকে ভাড়াটিয়াদের তথ্যপরিচয় না পাওয়া যাবে ওই সব মেস মালিককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।