তানোরে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
রাজশাহীর তানোরে এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে নজরুল ইসলাম (২৬) নামের এক বখাটে। এ সময় ওই ছাত্রীর আত্মচিৎকারে এলাকাবাস বখাটে নজরুলকে ঘটনাস্থল থেকে আটক করে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কোয়েল উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তানোর থানায় বখাটে নজরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এক আদিবাসী ছাত্রী প্রাইভেট পড়ার জন্য স্কুলে যাওয়ার সময় স্থানীয় বখাটে নজরুল তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক প্রকাশ্যে দিবালোকে নজরুল ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে নজরুলকে আটক করে। এরপর তাকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
এ ব্যাপারে তানোর কোয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। শুধু আদিবাসী ছাত্রী হিসেবে নয়, আমার কাছে যে কোনো ছাত্রীর এমন ঘটনা নিন্দনীয়। এ সময় তিনি এ ঘটনার সঙ্গে জড়িত বাখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী জানান, এ ঘটনা জানার পর প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বখাটে নজরুলকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
শাহরিয়ার অনতু/এআরএ/পিআর