জকিগঞ্জে তথ্যপ্রযুক্তি আইনে যুবকের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৫ জুন ২০১৭

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ফুযায়েল আহমদ নামে এক ব্যক্তি বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, রাকেশ রায়কে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তাকে গ্রেফতারে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। রাকেশের অবস্থান শনাক্তে পুলিশ সোর্সও নিয়োগ করেছে। তাকে দ্রুত গ্রেফতার করা হবে।

এদিকে, সার্বিক পরিস্থিতিতে সোমবার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের আহ্বানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার, জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, খেলাফত মজলিস নেতা মাওলানা মখলিছুর রহমান, সাংবাদিক রহমত আলী হেলালী, কেএম মামনু, এনামুল হক মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাকেশ রায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। তার কটূক্তির একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তাল হয়ে ওঠে জকিগঞ্জ।

ছামির মাহমুদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।