বখাটে ছাত্রকে শিক্ষার্থীদের ধাওয়া!


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৩ মে ২০১৫

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে এক ছাত্রীর হাত টেনে ধরায় এক বখাটে ছাত্রকে ধাওয়া করেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ওই বখাটের নাম জানা যায়নি।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, ওই কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করছিল অপর এক ছাত্র। প্রেমে সাড়া না দেওয়ায় ক্যাম্পাসে ওই ছাত্রীর হাত টেনে ধরে বখাটে। এ সময় ওই ছাত্রী আত্ম চিৎকার দিলে ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীরা বখাটে ছাত্রকে ধাওয়া দেয়।

তিনি আরো জানান, বখাটে প্রাণে বাঁচতে কলেজের প্রধান ছাত্রাবাসে ঢুকে আত্মগোপন করে। পরে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। এমনকি ওই বখাটে ছাত্রের নামও জানা যায়নি। তাই অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

সাইফ আমীন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।