হোটেল থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৪ জুন ২০১৭

বাগেরহাটে আবাসিক হোটেল থেকে মো. শহীদুজ্জামান আনসারী (৫৭) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আল আমিন হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে খাওয়া দাওয়া শেষে তিনি ঘুমাতে যান। সকালে কার্যালয়ে না যাওয়ায় আদালতের পুলিশ পরিদর্শক বারবার তাকে ফোন দিতে থাকেন। তিনি ফোন রিসিভ না করায় আদালতের পরিদর্শক তাকে খুঁজতে হোটেলে পুলিশ পাঠান। সেখানে এসে পুলিশ সদস্যরা অনেক ডাকাডাকি করেন।

কিন্তু কোনো সাড়া না পাওয়ায় রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে বিছানায় দেখতে পান। ঘুমের মধ্যে হৃদরোগে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শহীদুজ্জামান গোপালগঞ্জ সদরের করপাড়া গ্রামের প্রয়াত ইসমাঈল হোসেন আনসারীর ছেলে। তিনি ১৯৭৯ সালে পুলিশ কনস্টবল পদে যোগদান করেন।

শওকত আলী বাবু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।