নিষিদ্ধ পলিথিনসহ লালমনিরহাটে আটক ৩


প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৪

লালমনিরহাটে ৫ লাখ টাকার পরিবেশ দুষণকারী নিষিদ্ধ পলিথিনসহ ৩ জনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে রাতে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকার মফিজুল স্টোরের মালিক মফিজুল ইসলাম সরকার (৩০), কাভার্ডভ্যানের চালক ঝালকাঠি জেলার আলামীন (৪০) ও চালকের সহকারী (হেলপার) কুমিল্লা জেলার ইউসুফ আলী (৩৫)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা মিশন মোড়ে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান (নরসিংদী-ন-১১-০১৮৪) আটক করে।

পরে ভ্যানটি তল্লাশি করে ৩ হাজার ৮শ’ ২ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা এ সব পলিথিনের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।