চবিতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল


প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৩ জুন ২০১৭

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৩০নং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার বাস্তবায়নে কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর স্মরণে ও মহয়সী রমণী রুহানী আম্মাজান (রাহ.)’র ওফাত বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জুন) চবির ব্যবসায় প্রশাসন অনুষদ লেকচার গ্যালারিতে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব।

তিনি উপস্থিত শিক্ষক-ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, মাহে রমজানে রয়েছে মুসলমানদের জন্য তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের সূবর্ণ সুযোগ। তাই সিয়াম সাধনার মাধ্যমে প্রত্যেক রোজাদারের মূল উদ্দেশ্য হওয়া উচিত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রতী হওয়া। আর মুসলমানদের কাঙ্খিত এ লক্ষ্য পূরণের জন্য আহ্বান করে যাচ্ছে গাউছুল আজম (রা.)’র প্রতিষ্ঠিত কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।     

তিনি আরও বলেন, সিয়াম সাধনার ফলে মুমিন বান্দাদের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হয়, তেমনি সমাজে সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টিতে এ ইবাদতের রয়েছে ফলপ্রসু প্রভাব।

মাহফিলে চবির বিভিন্ন অনুষদের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও হাটহাজারীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম, শিক্ষাবিদ ও অনেক গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শাহ্ আমানত হলের প্রভোস্ট ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, আল্লামা মুহাম্মদ ফোরকান প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. আবুল মনছুর বলেন, মহান আল্লাহর অফুরন্ত রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে মুসলমানদের কাছে আগমন করে মাহে রমজান।  তাই প্রত্যেক মুসলমানের উচিত এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধমে আল্লাহর রহমত কামনা করা এবং অতীতের সব ভুল মার্জনা করে নেয়া।

ইফতারের আগে মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম (রা.)’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।