জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৩ মে ২০১৫

জয়পুরহাট সদর উপজেলার বেলআমলা-জয়পুরহাট সড়কে ট্রাক- ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা যাত্রী দুলাল হোসেন (৫০) নামে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার রাত ১১ টার দিকে বেলআমলা বারোশিবালয় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুলাল হোসেনের সদর উপজেলার যুমনীপাড়া গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে। আহত অন্য যাত্রীরা হলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চালক ইসলাম (২৫), ফুলবশিয়া (৬০), কশিল্লা (৪০)। এদের মধ্যে ফুলবশিয়া ও ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে  চিকিৎসক জানান।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিক্সাটি জয়পুরহাট থেকে বেলআমলার দিকে এবং  ট্রাকটি পাঁচবিবি থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিক্সা ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার যাত্রীরা আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করালে বুধবার সকাল ৭ টায় দুলাল হোসেনের মৃত্যু হয়। জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।