লালমনিরহাটের ৫৯টি ছিটমহলে লোক সংখ্যা গণনা শুরু


প্রকাশিত: ০২:২০ পিএম, ১২ মে ২০১৫

বাংলাদেশের অভ্যন্তরে লালমনিরহাট জেলার ৫৯টি ছিটমহলে লোক সংখ্যা গণনা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভারতের অভ্যন্তরের জেলার সবচেয়ে বড় ১৩৫ এর ১ নং ও ২ নং উত্তর গোতামারী ছিটমহলে লোক সংখ্যা গণনার উদ্বোধন করে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

হাতীবান্ধা পরিসংখ্যান অফিস সূত্রে জানাগেছে ১৩৫ এর ১ নং ও ২ নং উত্তর গোতামারী ছিটমহলের  আয়োতন ১৪৬. ৫৬ একর। লোক সংখ্যা প্রায় এক হাজার জন। পরিবারের সংখ্যা প্রায় ২২০টি। জরিপ ফরমে ছিটমহলের বাসিন্দাদের নাম, পেশা, জন্ম তারিখ, মাসিক আয়, নাগরিকত্বসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এ জরিপে।

এ লোক সংখ্যা গণনা দলটি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ফরমে পূরণ করছে। এরপর এসব ফরম পাঠানো হবে সরকারের বিভিন্ন দপ্তরে বলে জানা গেছে। ফরমে উল্লেখ্য রয়েছে ছিটমহলের বাসিন্দারা কে কোন দেশের নাগরিকত্ব পেতে চায় তা উল্লেখ্য করুন।

হাতীবান্ধা উপজেলার ভারতের অভ্যন্তরের থাকা ৩টি ছিটমহলের অধিকাংশ নারী ও পরুষ বাংলাদেশের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বলে জানান ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

সূত্রমতে, এর আগে সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সরকারের অধীনে ছিটমহলে আদমশুমারি শুরু করেন।

রবিউল হাসান/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।