প্রবাসীর স্ত্রীসহ ইউপি চেয়ারম্যান আটক


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০১ জুন ২০১৭

টাঙ্গাইলের ধনবাড়ীতে অসামজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ এক ইউপি চেয়ারম্যানকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার ভোরে বানিয়াজান বাজার এলাকার ওই নারীর ঘর থেকে আটক করে স্থানীরা তাদের পুলিশে দেয়।

আটক শামসুল আলম তালুকদার বাবুল বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বিজ্ঞাপন

স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বামী বিদেশে থাকায় ওই নারীর সঙ্গে চেয়ারম্যান বাবুলের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। চেয়ারম্যান ওই বাড়িতে নিয়মিত যাওয়া আসা করেন।

শুক্রবার ভোর রাতে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই প্রবাসীর স্ত্রীসহ চেয়ারম্যানকে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে চেয়ারম্যানসহ ওই নারীকে থানায় আনা হয়। কিন্তু এ বিষয়ে ওই নারী কোনো অভিযোগ করবেন না জানালে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।