বন্যা পরিস্থিতির উন্নতি মুন্সীগঞ্জে


প্রকাশিত: ০৪:৫০ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৪

পদ্মায় পানি কমতে শুরু করায় বুধবার সকাল থকে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবারের চেয়ে ৬ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল পয়েন্টে এখনও বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানিবন্দি রয়েছে ২৫টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ। পানিতে তলিয়ে আছে এলাকার ফসলি জমি ও সবজির ক্ষেত। এদিকে বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইতোমধ্যেই দুর্গত এলাকায় ৩২ টন চাল ও দুই লাখ ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় সরকারের দেওয়া নগদ অর্থ ও চাল খুবই সামান্য বলে বন্যার্তরা জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।